নলডাঙ্গায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশ | ১৫ জুন ২০১৯, ০০:০০

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
নাটোরের নলডাঙ্গায় আমেনা বেওয়া নামের এক স্বামী পরিত্যক্ত বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঁশিলা গ্রামে নিজ বাড়ির ঘর থেকে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমেনা বেওয়া (৫৮) ওই গ্রামের মৃত একপালদ্দি কাজির মেয়ে ও মৃত আব্দুর রাজ্জাগের স্ত্রী। ঘটনাস্থল পরিদর্শনে নাটোর পুলিশ সুপার সাইফুলস্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আকরুমুল ইসলাম যান। নিহতের স্বজন, স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্ত আমেনা বেওয়া উপজেলার বাঁশিলা গ্রামের ক্লিক মোড়ে একাই একটি বেড়ার ঘরে একাকী বসবাস করতেন। শুক্রবার সকালে ৯টার দিকে প্রতিবেশীরা তার ঘরের দরজা খোলা অবস্থায় দেখে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরে তার গলায় শাড়ি পেঁচানো মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ছাড়া ঘরের আসবারপত্র তছনছ করা অবস্থায় দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আমেনাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আমেনার এক ছেলে এক মেয়ে রয়েছে। ছেলে আলম রংপুর এক কোম্পনিতে চাকরি করে ও মেয়ে পারভিনের বিয়ে হয়েছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, পাটকাটির বেড়া দেয়া টিনের ঝাপড়া ঘর থেকে আমেনার গলায় শাড়ি পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ধর্ষণের আলামত পাওয়া গেলেও আসলে ধর্ষণ হয়েছে কিনা ময়না তদন্ত না করে নিশ্চিত করে বলা যাবে না। তবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কী কারণে এ হত্যাকান্ড তা তিনি জানাতে পারেননি। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নাটোর পুলিশ সুপার সাইফুলস্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আকরুমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।