গণমুখী বাজেট

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অভিনন্দন

প্রকাশ | ১৫ জুন ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
গণমুখী বাজেট প্রস্তাবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এই উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন জোটের নেতারা। এ সময় মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বিশিষ্ট সংগীতশিল্পী রফিকুল আলম। এ ছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, চিত্রনায়িকা শাহানুর প্রমুখ। শিল্পী রফিকুল আলম বলেন, আমি সম্পূর্ণ বাজেট পড়েছি, এ বাজেট যে গণমুখী তার প্রমাণ হচ্ছে বাজেটে শিক্ষা এবং কৃষিকে সব থেকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। দেশকে এগিয়ে নিতে এ দুটি ক্ষেত্রের অবদান সব থেকে বেশি। তাই এ বাজেট গণমুখী নয় এ মন্তব্য আসে কিভাবে। গণমুখী এবং জনকল্যাণকর এ বাজেটের জন্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাই।