বরিশালে ৮ বছর পর বিসিসিতে ৩ চিকিৎসক নিয়োগ

প্রকাশ | ১৫ জুন ২০১৯, ০০:০০

বরিশাল অফিস
দীর্ঘ ৮ বছর পর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) স্বাস্থ্য বিভাগে তিনটি মেডিকেল অফিসারের পদ পূর্ন করা হয়েছে। বিসিসি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকে মাত্র দু'জন চিকিৎসক দিয়ে চলছিল। ২০১১ সালের দিকে মেডিকেল অফিসারের তিনটি পদ পূরণ করা হয়েছিল। ফলে সেখানে নগরের বাসিন্দারা চিকিৎসাসেবা পাওয়ার পাশাপাশি ফ্রি ওষুধও পেতো। কিন্তু নিয়োগ পাওয়ার কিছুদিন পর তিন চিকিৎসক বিসিএস পরিক্ষায় উত্তীর্ণ হওয়ায় তারা চাকরি ত্যাগ করেন। ফলে চিকিৎসকের অভাবে বিসিসি পরিচালিত নগরের সিঅ্যান্ডবি রোড ও কাউনিয়ায় দুটি স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৮ বছর পর গত সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন তিন চিকিৎসকের নিয়োগপত্র দেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুলস্নাহ। নিয়োগপ্রাপ্তরা হলেন ডা. মো. ফয়সাল, ডা. নাহিদ হাসান ও ডা. খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রবিউল ইসলাম।