ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৩৬

প্রকাশ | ১৫ জুন ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
ছয় জেলায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। নওগাঁর বদলগাছীতে এক, দিনাজপুরের বীরগঞ্জে এক, আশুলিয়ায় এক, দিনাজপুরের ফুলবাড়ীতে একজন নিহত হয়েছেন। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর : বদলগাছী (নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলা বদলগাছী মাতাজি সড়কের আবহাওয়া অফিসের সামনে বদলগাছীগামী বালুবাহী একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রেজাউল ইসলাম (৩২) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদশন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ট্রাক মালিকের সঙ্গে সমঝোতায় ময়না তদন্ত ছাড়াই স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয় বলে দায়িত্বপ্রাপ্ত এস আই শাহিনুর ইসলাম চৌধুরী জানান। নিহত রেজাউল ইসলাম জেলার পত্নীতলা থানাধীন ঘুটলি গ্রামের মো. ফজলু মন্ডলের ছেলে। ট্রাক মালিক পত্নীতলা পৌরসভার ওয়ার্ড কমিশনার মিল্টন বলে জানা যায়। বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জে রাস্তার খড়ে মোটরসাইকেল পিছলে রাস্তা পড়ে গিয়ে হারিয়ে মো. লাবিব (২) নামে এক শিশুর মৃতু্য হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মো. সোহলে রানা (২৭) এবং মোছা. লাভলী আক্তার (২০) অপর দুই আরোহী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে মুমূর্ষু অবস্থায় মোছা. লাভলী আক্তার এবং শিশু মো. লাবিবকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেয়ার পথে শিশু লাবিব মারা যায় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের চিকিৎসক ডা. শমরেশ দাস। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুজালপুর ইউনিয়নের মহুগাঁ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মো. লাবিব দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়ন দৌলতপুর গ্রামের মো. সোহেল রানার ছেলে। আহত সোহেল রানা ওই এলাকার মো. ফরিদ আলীর ছেলে এবং মোছা. লাভলী আক্তার সোহেল রানার স্ত্রী। আশুলিয়া : আশুলিয়ায় অজ্ঞাত একটি গাড়ীর চাঁপায় আনিস মিয়া (৪০) এক সাইকেল আরোহীর মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার চক্রবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিস মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানায়, কারখানা ছুটির পর সাইকেলে বাসার উদ্দেশে রওনা দেন তিনি। পথে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় পৌছলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তিনি কোন কারখানায় চাকরি করতেন সে ব্যাপারে জানা যায়নি। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাপায় আফরিন বেগম মহিনী (২০) নামে এক গৃহবধূ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই গৃহবধূর স্বামী অরুপ হোসেন (২৭)। বৃহস্পতিবার রাত ৯টায়, উপজেলার দিনাজপুর-ঢাকা মহসড়কের পুটকিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আফরিন বেগম মহিনী, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার দাসড়া গ্রামের অরুপ হোসেনের স্ত্রী ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সারাংপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। নিহত গৃহবধূ আফরিন বেগম মহিনীর পরিবারের সদস্যরা ও ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম জানায়, নিহত গৃহবধূ আফরিন বেগম মহিনী ও তার স্বামী অরুপ হোসেন কর্মস্থল পঞ্চগড় থেকে মোটরসাইকেলে আফরিন বেগমের বাবার বাড়ি বিরামপুর আসার পথে ফুলবাড়ী উপজেলার পুটকিয়া মোড় নামক স্থানে পিছন থেকে থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে গৃহবধূ আফরিন বেগম নিহত হয়। একই ঘটনায় গুরুতর আহত হয় মহিনীর স্বামী অরুপ হোসেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানাগেছে, রংপুর থেকে ঢাকাগামী একটি টমেটোবোঝাই ট্রাক উপজেলার কামাদহ ইউনিয়নের চাপড়িগঞ্জে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে কুড়িগ্রামগামী ফাহমিদা হক নৈশকোচ অন্য একটি গাড়িকে দ্রম্নতগতিতে ওভারটেক করতে গেলে এ দুর্ঘনা ঘটে। দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালায়। নিহত ব্যক্তি বাসের হেলপার শফিকুল ইসলাম বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ। সে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাগকাঠি গ্রামের সাইফুল উলস্নাহর পুত্র। গুরুতর আহত ১০ জনকে রংপুর মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নির্মল দাসসহ চারজনের অবস্থা গুরুতর। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে আটক করেছে। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে কুমিলস্না-সিলেট মহাসড়কের সদর উপজেলার উড়শিউড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই নির্মাণশ্রমিক। তারা কুড়িগ্রাম জেলার চিতলমারি উপজেলার বাসিন্দা। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।