সপ্তাহের প্রথম কর্মদিবসে তীব্র যানজট
প্রকাশ | ১০ মার্চ ২০২৫, ০০:০০
যাযাদি রিপোর্ট
সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মঘণ্টা শেষ হতেই যানজটে আচ্ছন্ন হয়ে পড়েছে রাজধানীর প্রধান সড়কগুলো। রোববার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ও গুগল ম্যাপের সহযোগিতায় যানজটের স্থবিরতার চিত্র দেখা গেছে।
সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, গুলিস্তান, পল্টন, মৎস্য ভবন, মিন্টু রোড, কাকরাইল, বাংলামোটর, শ্যমলী, তেজগাঁও, বিজয় সরণি, রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, গুলশান, বনানী, নতুনবাজার এলাকায় যানজটের এ চিত্র দেখা যায়। অধিকাংশ সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক পুলিশদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। এছাড়া যাত্রীদের অনেকেই গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গণপরিবহনেও ছিল যাত্রীর চাপ।
কারওয়ান বাজার মোড়ে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন মিনহাজুল ইসলাম। তিনি বলেন, বেশ কিছু সময় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। যানজটের কারণে গাড়িও ঠিকমতো আসছে না। দু-একটা গাড়ি যা আসছে সেগুলোতেও প্রচন্ড ভিড়। উঠতে পারছি না। কত সময় দাঁড়িয়ে থাকতে হবে কে জানে।
ফার্মগেটে কথা হয় ওয়েলকাম পরিবহনে সাভারগামী যাত্রী মিনহাজের সাথে। তিনি বলেন, গত বৃহস্পতিবারও গাড়ির মধ্যে পানি দিয়ে ইফতার করেছি। আজও (রোববার) কপালে তাই আছে। কী আর করার। কিছু তো করার নেই। পরিস্থিতি মেনে নিতে হবে।
মোর্শেদ নামে অন্য এক যাত্রী বলেন, অনেক অপেক্ষা আর জ্যাম ঠেলে আসতে পেরেছি। আমার বাসা কল্যাণপুর। তাই আশা করি ইফতারের আগেই বাসায় চলে যেতে পারব।
আড়ং সিগন্যাল থেকে হেঁটে মোহাম্মদপুর যাচ্ছেন হৃদয় শেখ। তিনি বলেন, ফার্মগেট থেকে গাড়িতে উঠেছি। জ্যাম ঠেলে আড়ং সিগন্যাল পর্যন্ত আসতে পেরেছি। কিন্তু আড়ংয়ে এসে যে জ্যামে পড়েছি, বাধ্য হয়েই হাঁটা শুরু করতে হয়েছে। তা না হলে ইফতারের আগে বাসায় পৌঁছাতে পারব না।##