শোক সংবাদ

প্রকাশ | ১৭ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আ. জব্বার দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ আ. জব্বার (৭৬) হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার রাত সাড়ে ৯টায় দিনাজপুর এম আ. রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃতু্যতে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানান। রোববার বিকাল ৩টায় মারগাঁও ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। খানসামা (দিনাজপুর) সংবাদদাতা আমির খা কাজীপুরের শুভগাছা ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও শুভগাছা ইউনিয়নের সাবেক আ'লীগ সভাপতি আমির খা (৬২) শনিবার রাত সাড়ে ১০টায় নিজ বাসভবন কুড়িপাড়ায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ জোহর সিমান্তবাজার মার্কাস মসজিদে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এ সময় কাজীপুরের সাবেক এমপি প্রকৌশলী জয়, ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা আলী আহমদ চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের বাসিন্দা ডা. আলী আহমদ (৭২) রোববার সকালে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি এস আলম গ্রম্নপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বোন জামাই ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর ডা. তানভীর আহমদের বাবা। রোববার বিকাল ৪টায় আনোয়ারার রায়পুর উচ্চবিদ্যালয় মাঠে প্রথম এবং বাদ এশা চান্দগাঁও আবাসিক এলাকা 'বি' বস্নক জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। আনোয়ারা সংবাদদাতা