মৃতু্যবার্ষিকী

প্রকাশ | ১৮ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গৌরচন্দ্র বালা মুক্তিযুদ্ধের সংগঠক, যুক্তফ্রন্ট সরকারের বন ও খাদ্যমন্ত্রী এবং বাংলাদেশের সংবিধানের অন্যতম রচয়িতা, অ্যাডভোকেট গৌরচন্দ্র বালার চতুর্দশতম মৃতু্যবার্ষিকী আজ। তার মৃতু্যবার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার প্রয়াত গৌরচন্দ্র বালার ফরিদপুর শহরের ঝিলটুলিস্থ বাস ভবন 'বালা-বাড়ি'তে গীতা পাঠ, পূজা-অর্চণা, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাদী ইউনিয়নের উলস্নাবাড়ী গ্রামে প্রয়াতের সমাধি মন্দিরে প্রার্থনাসহ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত ২০০৫ সালের এ দিনে তিনি ফরিদপুর শহরের ঝিলটুলির বাসভবনে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৫২ সালে কলকাতা ল' কলেজ থেকে আইন বিষয়ে প্রিলিমিনারি এবং ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এলএলবি ডিগ্রি লাভ করেন। ফরিদপুর প্রতিনিধি