প্রাণ-প্রকৃতি বিনাশী সব প্রকল্প বাতিলের দাবি জাতীয় কমিটির

প্রকাশ | ২৩ জুন ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
শনিবার পল্টনের মুক্তিভবনে আয়োজিত সভায় বক্তৃতা করেন অধ্যাপক আনু মুহম্মদ - ফোকাস বাংলা
জাতীয় স্বার্থবিরোধী প্রাণ-প্রকৃতি বিনাশী সব প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদু্যৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। শনিবার পল্টনের মুক্তিভবনে আয়োজিত সভায় এই দাবি জানান তারা। ফেসবুক লাইভের মাধ্যমে তাদের পর্যালোচনা সভা ছয় দফা দাবিগুলো সম্প্রচার করা হয়। আগামী অর্থবছরে বাজেট বরাদ্দসহ সরকারি নীতিমালায় জনস্বার্থে পরিবর্তন আনতে তারা ৬ দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো- রামপাল প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সব তৎপরতা বন্ধ করতে হবে। রূপপুর, মাতারবাড়ী, বাঁশখালী, বরগুনাসহ জ্বালানি ও বিদু্যৎ খাতের সব প্রকল্প নিয়ে শ্বেতপত্র প্রকাশ করে জাতীয় স্বার্থবিরোধী প্রাণ ও প্রকৃতি বিনাশী সব প্রকল্প বাতিলসহ দুর্নীতি লুটপাটের দায়মুক্তি আইন বাতিল করতে হবে। ফুলবাড়ী চুক্তির সম্পূর্ণ বাস্তবায়নসহ ওইসব এলাকায় নেতাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। সভা থেকে সারাদেশে সুলভে সার্বক্ষণিক গ্যাস ও বিদু্যৎ নিশ্চিত করতে জাতীয় কমিটির প্রস্তাবিত খসড়া মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে বাজেট বরাদ্দ ও সরকারি নীতিমালা পুনর্বিন্যাস করার দাবি জানায় জাতীয় কমিটি। সভায় বক্তৃতা করেন আনু মুহম্মদ, মাহা মির্জা, কলেস্নাল মুস্তফাসহ আরও অনেকে।