অভিযোগ পেলেই পাশে দাঁড়াবে কপিরাইট অফিস: সচিব

প্রকাশ | ২৩ জুন ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
কপিরাইট আইন এবং কার্যালয়কে এমনভাবে সাজানো হচ্ছে যাতে কোনো অভিযোগকারী অভিযোগ করলেই তার পাশে দাঁড়াতে পারে- এমনটা জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশন আয়োজিত কপিরাইট বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা জানান। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন কপিরাইটস অফিস মেধাস্বত্ব নিয়ে কাজ করে থাকে। বর্তমানে আগারগাঁওয়ে অফিসের কার্যক্রম পরিচালতি হয়ে আসছে। সংস্কৃতি সচিব বলেন, বর্তমান বিশ্বে মেধা সম্পদের কোনো বিকল্প নেই। কিন্তু আমাদের দেশের অনেক গুণী শিল্পীকে জীবনের শেষ মুহূর্তে এসে বিনা চিকিৎসায়, পথে বসে, বিভিন্নভাবে অবতীর্ণ হয়ে মৃতু্যবরণ করতে হয়। যদিও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দৃষ্টিতে এলে যেকোনো শিল্পীর দুরবস্থায় তিনি তার সহায়তার হাত বাড়িয়ে দেন। কিন্তু তার দৃষ্টি যখন পড়বে না তখন শিল্পীর সুরক্ষা কে দেবে? সেজন্য দরকার শিল্পী সুরক্ষার জন্য মেধাস্বত্ব আইনের যথাযোগ্য প্রয়োগ। কপিরাইট আইন আমাদের আছে জানিয়ে সচিব বলেন, আইনটি ইতোমধ্যেই নতুনভাবে পরিবর্তিত ও সংশোধিত হয়ে একটি পর্যায়ে এসেছে। আশা করছি, কিছু দিনের মধ্যে এটিকে আমরা জাতীয় সংসদে পাঠাতে পারব অনুমোদনের জন্য। কিন্তু আইনটি এখনো যে অবস্থায় আছে সেখানে যথাযথ প্রয়োগ হচ্ছে- তা আমরা দাবি করতে পারি না। এটার জন্য প্রয়োজন আইনের অংশীজনের মধ্যে যথাযথভাবে সচেতনতা।