কুমিলস্নায় ইপিজেডে আগুনে মালামাল পুড়ে ছাই

প্রকাশ | ২৩ জুন ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
কুমিলস্নার ইপিজেডের ইটাসিয়া ইন্টারলাইনিংস লিমিটেড নামের বক্রম তৈরির একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৮টার দিকে ইপিজেডে এ ঘটনা ঘটে। এতে ওই প্রতিষ্ঠানের ৪র্থ তলার সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনা তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, ছুটির দিন কাটিয়ে শনিবার সকালে শ্রমিকরা কর্মস্থলে আসার পর ওই কারখানায় অগ্নিকান্ডের সতর্ক সংকেত বেজে ওঠে। এ সময় শ্রমিকরা তাড়াহুড়ো করে বের হয়ে অগ্নিনির্বাপণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রতিষ্ঠানের ৪র্থ তলায় কাপড়ের বক্রমসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শ্রমিকরা জানান, '৮টার দিকে আগুনের অ্যালার্ম বেজে ওঠে। এরপরই শ্রমিকরা দৌড়ে এসে দেখে ৪র্থ তলায় আগুন লেগেছে এবং আকাশের দিকে ধোঁয়া উড়ছে। ফায়ার সার্ভিসসহ আমরা সকলে মিলে দ্রম্নত নিয়ন্ত্রণের জন্য কাজ করেছি। দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও বক্রমগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।' ইটাসিয়া ইন্টারলাইনিংস লিমিটেডের এজিএম (প্রোডাকশন) মশিউর রহমান জানান, 'ঘটনার সময় ওই ফ্লোরে কেউ ছিল না। অ্যালার্ম বেজে ওঠার পর সিগন্যাল দেখে আমরা ৪র্থ তলায় নিশ্চিত হয়েছি। ধোঁয়ার কারণ তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করতে পারিনি। পরে ফায়ার সার্ভিস, আমাদের প্রশিক্ষিত শ্রমিক এবং আশপাশের কারখানার লোকজনের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি।' ইটাসিয়া ইন্টারলাইনিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তৈয়ব আলী জানান, 'ফায়ার সার্ভিস, আমাদের প্রশিক্ষিত শ্রমিক ও অন্যান্য কারখানার শ্রমিকসহ সকলের প্রচেষ্টায় খুব অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। বড় ধরনের কোনো ডেমেজ বা ক্ষয়ক্ষতি হয়নি। ওই ফ্লোরে কোনো বৈদু্যতিক লাইন নেই। কোথা থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে তা প্রশাসন এবং ইপিজেড কর্তৃক গঠিত তদন্ত কমিটি হয়তো নিরূপণ করতে পারবে।' কুমিলস্না ইপিজেডের মহাব্যবস্থাপক মো. আহসান কবীর জানান, 'এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। চতুর্থ তলার কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এ ঘটনা তদন্তের জন্য কুমিলস্না ইপিজেডের উপ-মহাব্যবস্থাপক (হিসাব) মো. আনিছুর রহমানকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে এবং কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে তাদেরকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটি এবং ফায়ার সার্ভিস বিশেষজ্ঞদের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানাতে পারব।