পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে এক নারী পোশাক শ্রমিককে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে শনিবার মামলা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. কবির হোসেন (২৯), ময়মনসিংহের হালুয়াঘাট থানার বিলডোড়া গোয়ালপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে। শনিবার সকালে গাজীপুর মহানগরের বাসন থানার নাওজোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত ইমতিয়াজ জানান, ভিকটিম (২৩) মহানগরীর চান্দনা-চৌরাস্তা দীঘিরচালা এলাকায় ভাড়া থেকে স্থানীয় এক পোশাক কারখানায় চাকরি করেন। কবিরের এক বন্ধুর মাধ্যমে ভিকটিমের সঙ্গে তার ৫ বছর আগে পরিচয় হয়। পরে একই এলাকায় বসবাসের সুবাদে তাদের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। পরে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে নিয়ে কবির ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে। দু'বছর আগে ভিকটিম কবিরকে বিয়ের জন্য চাপ দেয়। তিনি এড়িয়ে যান। পরে পরিবারের চাপে ভিকটিম অন্য একটি ছেলেকে বিয়ে করেন। বিয়ের ১৭ দিন পর আবারও বিয়ের আশ্বাস পেয়ে ভিকটিম তার স্বামীকে ডিভোর্স দেয় এবং আগের মতো তারা মেলামেশা শুরু করেন। কিছুদিন এভাবে অতিক্রমের পর ভিকটিম আবারও কবিরকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু কবির তাকে বিয়ে না করে নানা অজুহাত দেখিয়ে টালবাহানা শুরু করে। পরে গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ভিকটিম বাদী হয়ে কবিরকে আসামি করে বাসন থানায় একটি মামলা দায়ের করেন। শনিবার কবিরকে নাওজোড় এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।