আদিবাসী দিবস পালিত

প্রকাশ | ১১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পাবনা প্রতিনিধি 'আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনার চাটমোহরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ চাটমোহর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার বিকালে দিবসটি উপলক্ষে উপজেলার হান্ডিয়াল আদিবাসী পলস্নী বাঘলবাড়ি কৈ গ্রামে একটি শোভাযাত্রা বের হয়। পরে আদিবাসী কমিউনিটি সেন্টার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি রামপ্রসাদ মাহাতোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা এলডিওর নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু, হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাসেল হোসেন, আদিবাসী ছাত্র পরিষদের নেতা প্রবাস মাহাতো প্রমুখ।