সিঙ্গাইরে গরু চোর নিহত পুলিশসহ তিনজন আহত

প্রকাশ | ১১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সিঙ্গাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা মানিকগঞ্জ সদর উপজেলার গকুলনগর থেকে শুক্রবার গভীর রাতে দুটি গরু চুরি করে পিকআপভ্যানে করে পালিয়ে যাচ্ছিল ৬ সদস্যের সংঘবদ্ধ একটি চোরচক্র। পথিমধ্যে জেলার সিঙ্গাইর থানা পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে বাবুল মন্ডল (৪০) নামে এক চোর নিহত হয়েছে। পুলিশের গুলি ও গণপিটুনিতে আহত হয়েছে আরও দুই চোর। তাদের আটক করে পুলিশি হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় সিঙ্গাইর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আল মামুনও আহত হয়েছে। নিহত বাবুল মন্ডল হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামের চান্দা মন্ডলের ছেলে। মামলার এজহার ও সিঙ্গাইর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে ৬ জনের সংঘবদ্ধ একটি চোরচক্র মানিকগঞ্জ সদর উপজেলার গকুলনগর গ্রামের তমছের আলীর বাড়ি থেকে একটি ষাঁড় গরু ও আজমত আলীর বাড়ি থেকে একটি গাভী গরু চুরি করে পিকআপভ্যানে করে (ঢাকা মেট্রো-ন ১৩-৬৬২৫) মানিকগঞ্জ-হেমায়েতপুর সড়ক দিয়ে সিঙ্গাইরের উদ্দেশ্যে রওয়ানা হয়। এমন সংবাদ পেয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক আল-মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে সিঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। রাত পৌনে ৩টার দিকে বাসস্ট্যান্ডের অদূরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্সের সামনে পৌঁছলে পিকআপ ভ্যানটি থামানোর চেষ্টা করেন। এসময় পুলিশের ব্যারিকেড ভেঙে পিকআপ ভ্যানটি দ্রম্নত গতিতে সামনের দিকে এগুতে থাকে। এসময় উপ-পুলিশ পরিদর্শক আল-মামুন পিকআপভ্যানের পেছনে ওঠে পরেন। তখন গরুচোররা আল-মামুনকে মারধর করতে থাকে। একপর্যায়ে আল-মামুন আত্মরক্ষার্থে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় সিঙ্গাইর অটোরিকশা (সিএনজি) স্ট্যান্ডে পিকআপ ভ্যান থেকে লাফ দিয়ে পরে গরুচোর বাবুল মন্ডল ঘটনাস্থলেই মৃতু্য হয়।