শোক সংবাদ

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মোসা. রাবেয়া খাতুন গলাচিপার পানপট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের মা এবং গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের দাদী মোসা. রাবেয়া খাতুন (৯৪) মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গলাচিপা পৌরসভার কলেজ রোডের ছোট ছেলের বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে গ্রামের বাড়িতে বাদ আসর নামাজে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃতু্যতে গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদসহ সাংবাদিকরা শোক প্রকাশ করেন। গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা জসিম উদ্দিন সরকার চাঁদপুরের মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক ও সরকারের পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. শামসুল আলম মোহনের ছোট ভাই সাইফুল কবির জসিম উদ্দিন সরকার (৬৫) বুধবার রাত পৌনে ৩টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। বুধবার বিকাল ৩টায় মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃতু্যতে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল ও মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সসাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস শোক প্রকাশ করেছেন। মতলব (চাঁদপুর) সংবাদদাতা আজিজুল হক মন্টু মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক মন্টু (৬২) বুধবার দুপুরে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিলস্নাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ মাগরিব জানাজা শেষে তার মরদেহ নিজ গ্রাম চকহরিচরণ কবরস্থানে দাফন করা হয়। তার মৃতু্যতে বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও মুন্নু গ্রম্নপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান রিতা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঈনুর ইসলাম খান শান্ত, কেন্দ্রীয় বিএনপি নেতা অ্যাডভোকেট খোন্দকার আব্দুল হামিদ ডাবলু, প্রমুখ শোক প্রকাশ করেছেন। দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা