২ সহোদরকে কুপিয়ে রক্তাক্ত জখম

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৯, ০০:০০

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে সন্ত্রাসী ইয়ার আলী বাহিনী দুই সহোদরকে কুপিয়ে রক্তাক্ত যখম করেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। প্রথমে তাদের যশোর জেনারেল হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে গ্রামবাসী সন্ত্রাসী ইয়ার আলীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার বেলা ১১টার সময় বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে দুইপক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সন্ত্রাসী ইয়ার আলী ও তার লোকজন দুই সহোদর শওকত হোসেন ও শফিক হোসেনকে কুপিয়ে জখম করে। শওকত ও শফিক ওই গ্রামের আলীর ছেলে। অভিযুক্ত ইয়ার আলী একই গ্রামের মোজাম মলিস্নকের ছেলে। গ্রামবাসী জানান, সকালে শওকত ও শফিক দুই ভাই মিলে ধান ক্ষেতে কাজ করছিলেন। এ সময় তর্কাতর্কির একপর্যায়ে ইয়ার আলীসহ কয়েকজন ধারাল অস্ত্র নিয়ে তাদের কুপিয়ে জখম করে। খবর শুনে তাদের পরিবার মাঠ থেকে শওকত ও শফিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরপর গ্রামবাসী ইয়ার আলীকে ধরে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করে। আহতদের চাচা আমির হোসেন বলেন, ইয়ার আলী এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের ব্যবসা করে। বেনাপোল পোর্ট থানার ওসি আলমগীর হোসেন বলেন, আহত দুই ভাইকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।