'সর্বোচ্চ ছাড় দিয়ে বিএনপি নেতাকর্মীদের এক থাকতে হবে'

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও বিএনপি নেতাকর্মীদের এক থাকতে হবে। দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে। শুক্রবার দুপুরে রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন উপলক্ষে তার নিঃশর্ত মুক্তি, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ওই দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলন বলেন, অনির্বাচিত সরকারের কাছে বিপুল ভোটে নির্বাচিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে লাভ নেই। এর জন্য আন্দোলনের বিকল্প নেই। তাই দেশনেত্রীকে মুক্ত করতে নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে। জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান, বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, অ্যাডভোকেট ড. সহিদুজ্জামান, হুমায়ুন কবির মাস্টার, শাহজাহান ফকির, আনোয়ারুল ইসলাম, সৈয়দ আক্তারুজ্জামান প্রমুখ। \হআনোয়ারা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক বশির আহম্মদ বাচ্চু, হাসান আজমল ভূইয়া, সাখাওয়াত হোসেন সেলিম, আবদুর রহিম কালা, হাসিবুর রহমান মুন্না, নূরে আলম, তাপস সরকার, ময়জউদ্দিন তালুকদার, নাজমুল খন্দকার সুমন প্রমুখ।