বজ্রপাতে আপন দুই ভাইসহ ৫ জনের মৃতু্য

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
দেশে তিন জেলায় বজ্রপাতে আপন দুই ভাইসহ পাঁচজনের মৃতু্য হয়েছে। এর মধ্যে জামালপুরে তিনজন, দিনাজপুরে একজন ও গাইবান্ধায় একজনের মৃতু্য হয়েছে। এ সময় আহত হয়েছেন দুইজন। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো সংবাদে- জামালপুর প্রতিনিধি জানান, জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃতু্য হয়েছে। শুক্রবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী চেংটিমারী গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে। দুই ভাই হলেন, চেংটিমারি গ্রামের আনোয়ার (২৫) ও আল-আমিন (১৭)। তারা একই গ্রামের পূর্ব পাড়ার আব্দুল লতিফ মিয়ার ছেলে। অপরদিকে সদর উপজেলার নারায়ণপুরে বজ্রপাতে সাইদুল ইসলাম (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃতু্য হয়েছে। নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. আব্দুল লতিফ মিয়া জানান, শুক্রবার বিকালে নারায়ণপুর পূর্বপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে সাইদুল ইসলাম বৃষ্টির মধ্যে বাড়ির পাশের ক্ষেতে ধানের বীজতলায় চারা উঠাতে যায়। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা সাইদুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃতু্য হয়। দিনাজপুর প্রতিনিধি জানান, বিরল উপজেলায় নিজের জমিতে আমন চারা তোলার সময় বজ্রপাতে ভাই নিহত ও ছোট ভাই আহত হয়েছেন। নিহত আবু বক্কর (৩০) বিরল উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের বেণীপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। এ সময় আহত হয়েছেন তার ছোট ভাই মোতালেব হোসেন (২৮)। তিনি বিরল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স এ ভর্তি রয়েছেন। ইউপি সদস্য শামসুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে দুই ভাই আবু বক্কর ও মোতালেব হোসেন বাড়ির পাশে বীজতলা থেকে আমন চারা তুলছিল। এ সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু বক্কর মারা যায় এবং মোতালেব হোসেন আহত হয়। বিরল থানা পুলিশের ওসি গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করেছেন। গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে ছেলে রফিকুল ইসলামের (২০) মৃতু্য হয়েছে এবং বাবা আইয়ুব আলী গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের খোর্দ্দা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম আব্দুস সোবহান নিশ্চিত করেছেন।