হাতিয়ায় ইংলিশ অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
ইংরেজি শিক্ষাকে সহজীকরণের লক্ষ্যে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে শুক্রবার বিকালে তমরদ্দি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এক ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন তমরদ্দি এডুকেশন ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। তমরদ্দি ইউনিয়নের ২টি মাধ্যমিক বিদ্যালয় তমরদ্দি হাইস্কুল অ্যান্ড কলেজ বনাম জোড়খালী উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীদের মাঝে এবং ২টি প্রাথমিক বিদ্যালয় তমরদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম তমরদ্দি সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে একাডেমিক ইংলিশের পাশাপাশি ইংলিশ স্পিকিংয়ের মেধা যাচাইমূলক বিশেষ এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ২৫ জন শিক্ষার্থীকে কৃতিত্বের সনদ ও স্মারক প্রদান করা হয়। শুক্রবার বিকাল ৪টায় এক ঈদ পুনর্মিলনী, পুরস্কার বিতরণ ও তমরদ্দি এডুকেশন ফোরামের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখচর ইউনিয়ন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কেফায়েত উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমরদ্দি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক আনম হারুনুর রশীদ খান, জোড়খালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাক্ষিক নিঝুমদ্বীপের ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ কেফায়েতুলস্নাহ, বিজয় টিভি প্রতিনিধি তাজুল ইসলাম তছলিম, সাবেক শিক্ষক আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে মো. মাইন উদ্দিনকে সভাপতি এবং ইমতিয়াজ হোসেনকে সেক্রেটারি করে তমরদ্দি এডুকেশন ফোরামের ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়।