ভোটার হালনাগাদ কার্যক্রম পরিদর্শনে ইসি মাহবুব

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
নতুন ভোটার অন্তর্ভুক্তি, নিহত ভোটারদের নাম কর্তন ও ভোটার স্থানান্তর কার্যক্রম পরিদর্শন করতে শুক্রবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গাজীপুর সদর ও বেগম কবিতা খানম শ্রীপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে যান। পরিদর্শনে ইসি তারা ভোটার হালনাগাদসহ সকল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। গাজীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আসলাম মিয়া জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি তার অফিসে যান এবং সোয়া ১২টার দিকে অফিস ত্যাগ করেন। গাজীপুর সদরের নতুন ভোটার হালনাগাদের কার্যক্রম শুরু হয় ২৬ জুন থেকে ১৫ জুলাই। আর এ উপজেলার নিবন্ধন কার্যক্রম ১৮ জুলাই শুরু হয়েছে। এ সময়ে ৭০ হাজারের মতো নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ১২ হাজার ১৫৫ জন নতুন ভোটার নিবন্ধন করেছেন। নিহত ৩ হাজার ৬০০ জন ভোটার তালিকা থেকে কর্তন এবং প্রায় ৪০০ ভোটার নির্বাচনী এলাকা স্থানান্তর করেছেন। এসব কার্যক্রম চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে বেগম কবিতা পারভিন শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস পরিদর্শনে আসেন। তাদের উপজেলায় ২৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হয়েছে। এ যাবৎ ২৮ হাজার ৩ শতাধিক ভোটার হালনাগাদ, ২ হাজার ৮২৯ জন ভোটরের নাম কর্তন, স্থানান্তর করেছে ৩১১ ভোটার। বর্তমানে এ উপজেলায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৩৭১ জন। \হযাদের জন্ম ২০০৪ সালের ১ জানুয়ারির আগে তারা এ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরেছে। \হএর আগে শুক্রবার সকালে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারেফুজ্জামান তাদের গাজীপুর সার্কিট হাউসে সাক্ষাৎ করেন।