মাদারীপুরে পানিতে ডুবে কলেজছাত্রীর মৃতু্য

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আঁখি আক্তার (১৭) নামের এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃতু্য হয়েছে। শুক্রবার বিকেলে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে। সে একই এলাকার আলতাব ব্যাপারীর মেয়ে একং সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর ৩টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে প্রতিদিনেরর মতো গোসল করতে যায় আঁখি আক্তার। আঁখির সাথে এ সময় আরও কয়েকজন তরুণী ছিল। পুকুরের পানিতে সাঁতার কাটতে গিয়ে ডুবে যায় আঁখি। পুকুরে গোসল করতে থাকা অন্য তরুণীরা আঁখিকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয় কয়েক যুবক চেষ্টা চালিয়ে পুকুরের তলদেশ থেকে আঁখিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন। আঁখির চাচাতো ভাই আবু তালেব বলেন, 'আঁখি পানিতে ডুবে যাওয়ার কথা শুনেই ওই পুকুরের পানিতে ডুব দেই। পুকুরের তলদেশ থেকে অজ্ঞান অবস্থায় আঁখিকে উদ্ধার করে। আঁখি তখন বেঁচে ছিল। কিন্তু জ্ঞান না থাকায় আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যাই। সেখান থেকে ফরিদপুর নিয়ে গিয়েও বোনকে বাঁচাতে পারলাম না।' শিবচর থানার কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, 'একজন কিশোরী পানিতে ডুবে গুরুতর আহত হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজে নেয়া হলে ওই কিশোরী মারা যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'