মদনে গোডাউনে অগ্নিকান্ড

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মদনে শুক্রবার ভোরে ওয়াহেদ ব্রিকসের গোডাউনে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। উপজেলার নায়েকপুর ইউনিয়নে আকাশ্রী গ্রামের সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার নায়েকপুর ইউনিয়নে আকাশ্রী গ্রামের সংলগ্ন আব্দুল ওয়াহেদ ব্রিকসের গোডাউনে শুক্রবার ভোরে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটলে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে জেনারেটর, বায়ুভেটর মেশিন, ওয়াল্ডিং মেশিনসহ অন্যান্য মালামাল প্রায় ৭/৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্রিকসের মালিক জানিয়েছেন। ব্রিকসের মালিক আব্দুল ওয়াহেদ জানান, ব্রিকসের অফিসে সিসি ক্যামেরার ফুটেজে আকাশ্রী গ্রামের আব্দুল হান্নানের ছেলে রেজুয়ানসহ ৪ শিশুকে আগুন লাগাতে দেখা যাচ্ছে। এ নিয়ে মদন থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। অগ্নিকান্ডে তার প্রায় ৭/৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন। মদন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আবু নওশাদ জানান, শুক্রবার ভোরে খবর পেয়ে একটি ইউনিট ২০ মিনিট চেষ্টা চালিয়ে ওয়াহেদ ব্রিকসের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ওসি মো. রমিজুল হক জানান, অগ্নিকান্ডের ঘটনা শুনেছি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।