শোক সংবাদ

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নুরুল ইসলাম দিনাজপুরের চিরিরবন্দরের সাঁইতাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম (৭০) বার্ধক্যজনিক কারণে গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃতু্যতে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি, সাবেক এমপি আলহাজ আখতারুজ্জামান মিয়া, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমুখ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা নিয়ামুল কবির লোহাগড়া পৌরসভার লক্ষ্ণীপাশা গ্রামের মরহুম শিক্ষক সৈয়দ মনোয়ার আলীর ছোট ছেলে সৈয়দ নিয়ামুল কবির কাজল (৩৩) গত শুক্রবার রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর লক্ষ্ণীপাশা মারকাজুল মসজিদ কমপেস্নক্সে জানাজার নামাজ শেষে তার লাশ লক্ষ্ণীপাশা কবরস্থানে দাফন করা হয়। তার মৃতু্যতে লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম, কাউন্সিলর সৈয়দ শাহাজাহান সিরাজ বিদু্যত, সাংবাদিক রূপক মুখার্জিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন। লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা কাশেম সিকদার সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শওকত শিকদারের বড় ভাই আবুল কাশেম সিকদার (১০৫) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকালে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সা'দত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলীম মাহমুদ, সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ ড. ছদর উদ্দিন আহমেদ, অধ্যক্ষ রেনুবর রহমান, অধ্যক্ষ সাইদ আজাদ ও ইদ্রিস আলী শিকদার প্রমুখ তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন। সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা প্রদীপ চন্দ্র সিংহ নেত্রকোনার পূর্বধলা উপজেলার পূর্বধলা প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের বাসিন্দা প্রদীপ চন্দ্র সিংহ (৭৫) গত শুক্রবার রাতে নিজ বাসভবনে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকালে নিজ বাড়ির পাশে তার মৃতদেহ দাহ করা হয়। তার মৃতু্যতে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম শাহীন, ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজু মিয়া আকন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা