পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর

বন ধ্বংসের কারণে পাহাড়ে পানির উৎস শুকিয়ে গেছে

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, রাঙামাটি
রাঙামাটিতে সেমিনারে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর - যাযাদি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর বলেছেন, বন ধ্বংসের কারণে পার্বত্য চট্টগ্রামে পানির উৎস শুকিয়ে গেছে। এসব পানির উৎস রক্ষায় নদনদী, পাহাড়ি ছড়া, ঝরণা সংরক্ষণ দরকার। এ জন্য বনায়নের বিকল্প নেই। কিন্তু বনায়ন করতে গেলে বাধা দিতে যায় আঞ্চলিক দলগুলো। পানির অপর নাম জীবন। তাই মানুষের জীবন বাঁচাতে কেউ বাধা দিলে ছাড় দেয়া হবে না। পাহাড়ে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কার্যক্রমে সমন্বয়হীনতার প্রশ্নে বীর বাহাদুর বলেন, এখানে যারা এনজিও করেন, তাদের কেউ জবাবদিহি করতে না চাইলে তারা সোজা গাট্টি বেঁধে চলে যেতে পারেন। শনিবার রাঙামাটিতে আয়োজিত 'পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা' শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন এই বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ও পুলিশ সুপার মো. আলমগীর কবির প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পানি ব্যবস্থাপনা-সম্পর্কিত গবেষণা টিম লিডার ড. সঞ্জীব কুমার ভুচার ও রিমোট সেনসিং ডিভিশনের পরিচালক মো. শহীদুল ইসলাম। সেমিনারে বিভিন্ন দপ্তর ও সংস্থার সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও মিডিয়াকর্মীরা অংশ নেন।