সুবর্ণচরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। শনিবার বিকালে ওই কিশোরীর বড় বোন বাদী হয়ে উপজেলার চরজব্বার থানায় মামলাটি দায়ের করেন। মামলার চার আসামির মধ্যে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই কিশোরী ও তার বড় বোন জানান, মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের নিজ বাড়ি থেকে কিশোরীটি গত বৃহস্পতিবার বোনের বাড়িতে যাচ্ছিল। এ সময় চর তোরাবআলী গ্রামের আলী হোসেন, মো. সোহেল, চৌধুরী ও দিদার হোসেন তাকে একটি খামার বাড়িতে নিয়ে যায়। সেখানে তিনজন তাকে পালাক্রমে ধর্ষণের পর সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে বিবস্ত্র অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। এরপর শুক্রবার তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। চরজব্বার থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় শনিবার বিকালে নির্যাতিতার বড় বোন বাদী হয়ে চারজনের নামে মামলা দায়ের করেন। তারা হলেন- চর তোরাব আলী গ্রামের মৃত মোবারক আলীর ছেলে আলী হোসেন ওরফে হোসেন ব্যাপারী, আলী আহমেদের ছেলে মো. সোহেল, মকসুদ চকিদারের ছেলে চৌধুরী ও চরলক্ষ্ণী গ্রামের নুর করিমের ছেলে দিদার হোসেন। আলী হোসেন ও মো. সোহেলকে জিজ্ঞাসাবাদের গ্রেপ্তার করে পুলিশ। বাকি দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।