বাগেরহাটে হরিণের চামড়া চিংড়ি পোনা জব্দ

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলার কোস্টগার্ড পশ্চিমজোনের সদস্যরা সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে একটি হরিণের চামড়া উদ্ধার ও অবৈধভাবে আহরণ করা চিংড়ি ও ফাইস্যা মাছের পোনা উদ্ধার করেছে। শনিবার ভোরে কোস্ট গার্ড বাহিনী পশ্চিম জোনের নলিয়ান স্টেশনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কালাবগি খালসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি হরিণের চামড়া উদ্ধার করে। উদ্ধারকৃত হরিণের চামড়া কালাবগি ফরেস্ট অফিসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দেয়া হয়েছে। কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লে. বিএনভিআর আল-মহমুদ বলেন, অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে হরিণ শিকারিরা হরিণ শিকার করে হরিণের চামড়া ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য বিক্রয় করে থাকে, যা সুন্দরবনের জন্য বনজ প্রাণী রক্ষায় হুমকি হিসেবে দেখা দিয়েছে। এর আগের রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন রূপসারের একটি টহল দল রূপসা খান জাহান আলী ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ লাখ পিস চিংড়ি পোনা আটক করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। জব্দকৃত চিংড়ি পোনা রুপসা উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধির উপস্থিতিতে রুপসা নদীতে অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী মৎস্য ও রেণুপোনা সংরক্ষণ অভিযানের আওতায় এই অভিযান পরিচালনা করছে এবং এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।