শোক সংবাদ

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
একেএম ওয়াহিদী বিশিষ্ট সাংবাদিক ও লেখক মিল্টন রহমানের বাবা একেএম ওয়াহিদী (৯০) বার্ধক্যজনিত কারণে রোববার রাত ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর পন্থিছিলা মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তার মৃতু্যতে উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক আবদুলস্না আল বাঁকের ভূইয়া, সীতাকুন্ড পৌরমেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, সীতাকুন্ড প্রেসক্লাব সভাপতি এম সেকান্দার হোসাইন, সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, পৌর বাজার কমিটির সভাপতি নাছির উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সীতাকুন্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদ সদস্য সচিব লায়র গিয়াস উদ্দিন প্রমুখ শোখ প্রকাশ করেন। সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা শাহজাহান মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলার বাসিন্দা ও পৌর সভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক জীবনের বাবা, আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ... রাজিউন)। শনিবার রাত সাড়ে ১০টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। রোববার বাদ জোহর দক্ষিণ পৈরতলা ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। নামাজে জানাজায় সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট হুমায়ূন কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ এমরানুর রেজা, পৌরসভার সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন, হাফিজুর রহমান মোলস্না কচি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা