জাবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

জাবি প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পুরাতান কলাভবন চত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 'ক' গ্রম্নপে কলতান বিদ্যানিকেতনের রুমাইসা ফারনাজ, 'খ' গ্রম্নপে আয়াত রেজা, 'গ' গ্রম্নপে জাবি স্কুল ও কলেজের রাদিয়া ইসলাম, 'ঘ' গ্রম্নপে মেহেরুন নেছা, 'ঙ' গ্রম্নপে লিমা আক্তার প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেছে যথাক্রমে কলতান বিদ্যানিকেতনের মো. ইমতিয়াজ খালেদ, সাভার ক্যান্ট পাবলিক স্কুলের তাজরিয়ান আর রাফী, জাবি স্কুল ও কলেজের আহমেদ আহনাফ, আফসানা ইসলাম এবং ফাতেমা ইসলাম মুনা।