বকশীগঞ্জে সংবাদ সম্মেলন

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের সাবেক জমিদার বাড়িতে (বর্তমানে মিঞাবাড়ি বা কর্তাবাড়ি) হামলার প্রতিবাদে ও হামলাকারীদের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার সকাল ১০টায় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সচেতন নাগরিক সমাজ নামে একটি ব্যানারে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মিঞাবাড়ির সন্তান ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট হাসিবুর রহমান নাজার ও হাবিবুর রহমান ওয়াকার বিস্তারিত বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে বলা হয় নিলক্ষিয়া বাজার জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে গত ১৩ আগস্ট রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা ও তার ভাই সালেহ আহমেদ ময়নার নেতৃত্বে একদল চিহ্নিত দুর্বৃত্ত নিলক্ষিয়ার ঐতিহ্যবাহী মিঞাবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় পরদিন বকশীগঞ্জ থানায় দ্রম্নত বিচার আইনে একটি মামলা হয়। এই মামলায় সাইফুল ইসলাম খোকাকে গ্রেপ্তার করা হয়। গত ১৮ আগস্ট খোকার স্ত্রী আলো জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।