মাদারীপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্ণীপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোদাচ্ছের সরদারকে (৫৫) কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। মোদাচ্ছের ওই এলাকার সেকেন্দার আলীর ছেলে। জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা ফজলুল হক ব্যাপারীর সঙ্গে নেতা গেন্দু কাজীর বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে বুধবার দুপুরে গেন্দু কাজীর লোকজন ফজলু ব্যাপারীর লোকজনের ওপর হামলা করে। পরে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়। এরই জেরে ইউপি সদস্য মোদাচ্ছের সরদারের ওপর হামলা করা হয় বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইউপি সদস্য মোদাচ্ছের রাত ৯টার দিকে লক্ষ্ণীপুর ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে রায়পুর ভাটাবালী পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত মোদাচ্ছেরকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। লক্ষ্ণীপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী তোফাজ্জেল হোসেন (গেন্দু কাজী) বলেন, স্থানীয় ফজলুল হক ব্যাপারীর লোকজন মোদাচ্ছেরকে কুপিয়ে আহত করে। তিনি হামলাকারীদের শাস্তির দাবি জানান। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোলস্না বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।