রূপগঞ্জে গাউছিয়া থেকে কুড়িল পর্যন্ত বিআরটিসি বাস চলাচল বন্ধ

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোনো আগাম নোটিশ ছাড়াই গাউছিয়া থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিসটি বন্ধ করে দেয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ। শুক্রবার সকাল থেকে বিনা নোটিশে বিআরটিসি বাস সার্ভিসটি বন্ধ করে দেয়া হয়। আগে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের গাউছিয়া থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সরাসরি কোনো বাস সার্ভিস ছিল না। এতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে ফিটনেসবিহীন ব্যক্তিগত গাড়ি বা সিএনজি চালিত অটোরিকশায় যাতায়াত করতে হতো। দেড় বছর আগে গাউছিয়া থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিআরটিসির বাস সার্ভিসটি চালু করা হয়। কিন্তু হঠাৎ বিআরটিসি সার্ভিসটি বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। গাউছিয়া থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা। কিন্তু এ পথে ফিটনেসবিহীন ব্যক্তিগত গাড়িগুলো যাত্রীদের কাছ থেকে আদায় করে ৮০ থেকে ১০০ টাকা করে। বাস সার্ভিসটি বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের এখন দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। রাহেলা নামে এক যাত্রী বলেন, তিনি ঢাকায় চাকরি করেন। হঠাৎ বাস বন্ধ হওয়ায় তার মতো সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সার্ভিসটি দ্রম্নত চালু করলে ভোগান্তি অনেকটাই কমে যাবে। আকাশ নামে এক শিক্ষার্থী বলেন, প্রতিদিন বিআরটিসি বাস দিয়ে কলেজে আসা যাওয়া করেন। কিন্তু বাস বন্ধ হয়ে যাওয়ায় কলেজে যাওয়া দুষ্কর হয়ে পড়েছে। এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।