যারা উন্নয়নকে বাধা দেয়, তাদের থেকে সতর্ক থাকুন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, পিরোজপুর
শ. ম. রেজাউল করিম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেন, স্বাধীনতাবিরোধী যারা বাংলাদেশকে মনেপ্রাণে চায় না, যারা পেট্রোল ঢেলে বাস পুড়িয়ে মানুষ হত্যা করে স্কুল পুড়িয়ে দেয়, উন্নয়নকে বাধা প্রদান করে তাদের থেকে সতর্ক থাকুন। দক্ষিণাঞ্চলের যা উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে হয়েছে এবং তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন। আমাদের সবার মৃতু্য নিশ্চিত, শুধু সময়টা অনিশ্চিত। এ কারণে অনিয়ম-দুর্নীতি করে অঢেল সম্পদের মালিক হয়ে লাভ কী? তাই আসুন সবাই দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের সেবা করি। শুক্রবার বেলা ১১টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা ডাকবাংলো চত্বরে নাজিরপুর এলজিইডির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতারের সভাপতিতে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব আখতারুজ্জামান খান কবির, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমান, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার। মন্ত্রী বলেন, পিরোজপুর-১ আসনের তিনটি উপজেলার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ব্যাপক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। এর মধ্যে জেলার স্বরূপকাঠী উপজেলার সঙ্গে নাজিরপুর উপজেলা হয়ে পিরোজপুর সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের জন্য সন্ধ্যা নদী, তালতলা নদীতে ব্রিজ, কালভার্টসহ রাস্তা তৈরির সম্ভাব্যতা যাচাই ইতোমধ্যেই শেষ হয়েছে।