শোক সংবাদ

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সাংবাদিক মুহম্মদ মুসা আর নেই ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলের বাসিন্দা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, বিশিষ্ট লেখক, ব্রাহ্মণবাড়িয়ার গবেষক ও ভাষাসৈনিক মুহম্মদ মুসা (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ৪টায় দক্ষিণ মৌড়াইলের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, একমাত্র কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার মৃতু্যতে শহরে শোকের ছায়া নেমে আসে। শনিবার বাদ আসর স্থানীয় নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে দক্ষিণ মৌড়াইল পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এদিকে মুহম্মদ মুসার মৃতু্যর খবর পেয়ে ভোর থেকেই সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ মরহুমের বাড়িতে ছুটে যান তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া নুরবানু সাংবাদিক মো. শাহনেওয়াজের মা মিসেস নুরবানু (৬৫) শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। তার নামাজে জানাজা মোহাম্মদপুর তাজ জামে মসজিদ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মোহাম্মদপুর ঈদগাগ মাঠসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। তিনি তিন ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি মংছেনচীং মংছিন খাগড়াছড়ি জেলার মহালছড়ি মানিক ডাক্তার পাড়ার নিবাসী একুশে পদকপ্রাপ্ত (গবেষণা) সাহিত্যিক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মহালছড়ির কৃতী সন্তান মংছেনচীং মংছিন (৫৮) রাখাইন বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পর শনিবার রাংগামাটির তবলছড়ির নিজ মেয়ের ভাড়া বাসায় সকাল ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ফুসফুসের রোগসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। তিনি কক্সবাজার জেলায় রাখাইন পাড়ায় ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৬ সালে সাহিত্যে নিয়ে গবেষণা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ মহালছড়িতে সামাজিক রীতিনীতি অনুযায়ী দাহকার্য সম্পন্ন করার কথা রয়েছে। মাটিরাংগা (খাগড়াছড়ি) প্রতিনিধি আফরোজা নিগার মিনার হাওর উপজেলা অষ্টগ্রামে বাংগাল পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেশের বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান এনামূল হক ভুঁইয়ার সহধর্মিণী আফরোজা নিগার মিনা (৫২) শুক্রবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকালে বাংগাল পাড়া দাখিল মাদ্রাসার মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ। অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা আব্দুর রাজ্জাক নওগাঁর সাপাহার উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক (৬৮) বার্ধক্য ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজের পূর্বে কফিনে ফুলের তোড়া দিয়ে শেষ বিদায় এবং নওগাঁ জেলা পুলিশের একটি বিশেষ দল মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম ও গার্ড অব অনার প্রদান করেন। সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মাহবুব আলম চৌধুরী নওগাঁর মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী (৫১) আর নেই (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পৃথিবীর সকল মায়া ত্যাগ করে শনিবার ভোর সাড়ে ৪টায় না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। কিডনিজনিত সমস্যায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তিনি মা, স্ত্রী, এক ছেলে, দুই ভাই, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃতু্যতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, উপজেলা বণিক সমিতিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুমের নামাজে জানাজা শনিবার বিকাল ৫টায় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। মান্দা (নওগাঁ) সংবাদদাতা