যকৃৎ প্রতিস্থাপনের প্রথম রোগীর মৃতু্য হলো ডেঙ্গুতে

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
ডেঙ্গুতে বিএসএমএমইউতে মৃতু্য হলো সিরাতুল ইসলাম শুভর, দেড় মাস আগে এই হাসপাতালেই প্রথম যকৃৎ প্রতিস্থাপন হয়েছিল এই তরুণের। কয়েক সপ্তাহ আগে আগস্ট মাসের মাঝামাঝিতে কোরবানির ঈদের সময় সিরাতুলের মৃতু্য হলেও তা এতদিন প্রকাশ পায়নি। একটি নিউজ পোর্টালে বিষয়টি প্রকাশের পর জানতে চাইলে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, সফলভাবে লিভার ট্রান্সপস্ন্যান্টের পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন তিনি (সিরাতুল)। কিন্তু বাড়িতে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। একেবারে শেষ পর্যায়ে আমাদের কাছে এসেছিলেন। লিভার সিরোসিতে আক্রান্ত ২০ বছর বয়সি সিরাতুলের যকৃৎ প্রতিস্থাপনে গত জুন মাসের শেষ দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএসএমএমইউ) অস্ত্রোপচার হয়েছিল সিরাতুলের। বিএসএমএমইউতে সেটাই ছিল প্রথম যকৃৎ প্রতিস্থাপন, ১৮ ঘণ্টার ওই অস্ত্রোপচারে সহযোগিতা করেছিল ভারতের লিভার ট্রান্সপস্ন্যান্ট সার্জন ডা. বালাচন্দ্র মেননসহ তার চিকিৎসক দল। সন্তানকে সারিয়ে তুলতে সিরাতুলের মা রোকসানা বেগম তার যকৃতের অংশ দিয়েছিলেন, যা সফলভাবে সংযোজনের দাবি করেছিলেন চিকিৎসকরা। এতদিন প্রকাশ না পেলেও সিরাতুলের মৃতু্যর খবর চেপে রাখার অভিযোগ অস্বীকার করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কনক বড়ুয়া। তিনি বলেন, এখানে লুকোছাপার কিছু নেই। যখন কেউ আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা বলেছি যে ডেঙ্গুতে তার (সিরাতুল) মৃতু্য হয়েছে। তিনি শেষ পর্যায়ে আমাদের কাছে এসেছিলেন, আমরা তাকে বাঁচাতে পারিনি।