দেশের কাদা-মাটি মেখেই এগিয়ে যেতে চাই : খালিদ

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
রোববার জাতীয় প্রেসক্লাবে জাহাজশিল্পের নতুন অ্যাপ 'জাহাজীর' উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ অন্যরা -ফোকাস বাংলা
এদেশের ধুলাবালি, কাদা-মাটি মেখে আমরা সত্যিকারের সোনার বাংলা গড়তে চাই। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে আজীবন আমরা এদেশেই থাকতে চাই। আমাদের এ চাওয়া ৩০ লাখ শহীদের চাওয়া, সম্ভ্রম হরানো তিন লাখ মায়ের চাওয়া। রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাহাজশিল্পের নতুন অ্যাপ 'জাহাজীর' উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমাদের এসডিজির লক্ষ্য অর্জন করতে হলে সবার উদ্যোগ প্রয়োজন। ২০৩০ সালে এসডিজির লক্ষ্য বাস্তবায়ন করতে চাই, ২০৪১ সালে উন্নত দেশের কাতারে যেতে চাই। আমাদের সোনার বাংলা গড়তে, মধ্যম ও উন্নত দেশের কাতারে নিতে হলে জাহাজীর মতো ছোট ছোট উদ্যোগ কাজে লাগাতে হবে। তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পিলখানায় বিডিআর বিদ্রোহ হলো, এরপর ২০১২, ২০১৩, ১৪, ১৫ সাল কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। বিএনপির ৯৩ দিনের অবরোধ উপেক্ষা করে শেখ হাসিনা দেশের হাল ধরেছেন। তার বুদ্ধিমত্তার কারণে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভালো সময় এসেছে। এখন আমরা এ দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় নিয়ে যেতে কাজ করছি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, বাংলাদেশ কার্গো ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ, প্রযুক্তি পরামর্শক নাইমুজ্জামান মুক্তা, কাজল আব্দুলস্নাহ প্রমুখ।