ভবদহে টিআরএম চালুর দাবিতে অভয়নগরে মানববন্ধন

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অভয়নগর (যশোর) সংবাদদাতা
ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালুসহ ৬ দফা দাবিতে যশোরের অভয়নগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পানি উন্নয়ন বোর্ডের কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করা হয়। দ্রম্নত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে অনশনসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন নেতৃবৃন্দ। বক্তারা যশোর পানি উন্নয়ন বোর্ডের কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করে বলেন, যশোরের অভয়নগরসহ খুলনার ৩৩০ বর্গকিলোমিটার এলাকার প্রায় ২৫ লাখ মানুষের দুর্দশার নাম ভবদহ। ২৭টি বিলের সাথে জড়িত কয়েক লাখ পরিবার এ জলাবদ্ধার শিকার। স্স্নুইস গেটগুলো বিকল হয়ে আছে। দ্রম্নত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হলে চলতি বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হবে। মানববন্ধনে সভাপতিত্ব করেন ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটি ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ এনামুল হক বাবুল। বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্‌ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, পায়রা ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, খুলনার ডুমুরিয়া আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মফিকুল ইসলাম, তালা উপজেলা পানি উন্নয়ন কমিটির সভাপতি মঈনুল ইসলাম, পাইকগাছা উপজেলা পানি উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল মান্নান, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন প্রমুখ।