শোক সংবাদ

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বজলুল রহমান ফকির বরিশালের আগৈলঝাড়া উপজেলা যুবদল নেতা তারেক ফকিরের পিতা ও ইউনিয়ন পরিষদের সাবেক সচিব বজলুল রহমান ফকির (৮০) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাজিউন)। তিনি স্ত্রী, ৫ মেয়ে, ২ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার সকালে মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার বাকাল ইউনিয়নের ফুলস্নশ্রী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা এম. তোরাব আলী মাগুরার শ্রীপুর উপজেলার বর্তমান শ্রীপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক প্রধান শিক্ষক, এম. তোরাব আলী (৮১) বুধবার ভোর সাড়ে ৬টার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতেই ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাজিউন)। তিনি স্ত্রী, তিন পুত্র, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শ্রীপুর সরকারি এম.সি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম জানাজা ও বাদ আসর জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃতু্যতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শোক জানিয়েছেন। শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা খন্দকার এনামুল হক ডেইলি এশিয়ান এইজ পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি, ভূঞাপুর প্রেসক্লাবের কার্যকরি সদস্য উপজেলার ফসলান্দী গ্রামের খন্দকার আব্দুল গফুর মাস্টারের ছেলে খন্দকার এনামুল হক মুকুল (৫০) মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাজিউন)। তিনি মা-বাবা, ভাই-বোন, স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ৯টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে ছাব্বিশাস্থ ভূঞাপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি