ত্রিদেশীয় সিরিজ

আজ টাইগারদের সামনে জিম্বাবুয়ে

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আফগানিস্তানের কাছে চট্টগ্রাম টেস্টে হার। এরপর ফতুলস্নায় প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিম-সাব্বির রহমান-সাইফউদ্দিনকে নিয়ে গড়া বিসিবি একাদশের হার, বাংলাদেশ ক্রিকেটে একের পর এক মন খারাপের খবর। টানা পরাজয়ের হতাশা বাংলাদেশ কিছুটা পেছনে ফেলতে পারে একটি জয় দিয়ে। আর সেটি শুরু হতে পারে আজ ত্রিদেশীয় টি২০ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই। কিন্তু জিম্বাবুয়েকে হারানো কি এতই সহজ? গত প্রায় এক বছর থেকে টি২০ খেলার মধ্যে নেই জিম্বাবুয়ে। ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের পর থেকে আইসিসির টুর্নামেন্টেও নিষিদ্ধ হয়ে আছে \হদেশটি। খেলোয়াড়রা আছেন বেতন-ভাতা নিয়ে সংকটে। দলের শক্তি, সাম্প্রতিক ফর্ম কোনো কিছুই পক্ষে নেই হ্যামিল্টন মাসাকাদজাদের। কিন্তু ত্রিদেশীয় টি২০ টুর্নামেন্টে বাংলাদেশ, আফগানিস্তানকে শক্ত প্রতিপক্ষ মানলেও নিজেদের একদম পিছিয়ে রাখতে রাজি নয় তারা। আজ সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। টেস্টের পরাজয়ের হতাশা কাটিয়ে টি২০ সিরিজে জয় আশা করছেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো। তিনি জানিয়েছেন, টেস্টে ভালো কিছু করতে না পারলেও টি২০ সিরিজে তার দল ভালো করবে। অনেকদিন থেকে খেলার মধ্যে না থাকার প্রভাব র?্যাংকিংয়েও পড়েছে। টি২০তে জিম্বাবুয়ে আছে ১৪ নম্বরে। তাদের ৭ ধাপ উপরে আফগানিস্তানের অবস্থান সাতে। আর বাংলাদেশ আছে ১০ নম্বরে। কিন্তু জিম্বাবুয়ে অধিনায়ক এসব হিসেব মাথায় আনছেন না, নিজেদের একটু পিছিয়েও রাখতে রাজি নন তিনি। ঘন ঘন সফর করতে আসায় বাংলাদেশের কন্ডিশন ভীষণ চেনা জিম্বাবুয়ের। বুধবারেই যেমন দেখা গেছে তার প্রমাণ। বাংলাদেশে এসে ফতুলস্না স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মাসাকাদজারা। তাতে মুশফিকুর রহিম, সাব্বির রহমানদের নিয়ে গড়া বিসিবি একাদশকে অনায়াসে হারিয়েছে তারা। ফতুলস্নায় প্রস্তুতি ম্যাচের ফল এই টুর্নামেন্টে জিম্বাবুয়ের খাতায় কোনো নম্বর যোগ করবে না। তবে সেই জয় থেকে জিম্বাবুয়ে যা পেয়েছে তার নাম-আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছেন মাসাকাদজা, 'আমরা এখানে বেশ কয়েকটি টি২০ খেলেছি। আমরা কন্ডিশন সম্পর্কেও জানি। অতএব আমরা পিছিয়ে থেকে শুরু করছি না। প্রস্তুতি ম্যাচটা ভালোই গিয়েছে। সব ঠিকভাবে এগুচ্ছে। যদিও মূল ম্যাচটি হবে ভিন্ন।' জিম্বাবুয়ের আত্মবিশ্বাসী চেহারা, বাংলাদেশের বিপক্ষে টি২০তে ভালো রেকর্ড, মাসাকাদজারা ত্রিদেশীয় সিরিজের শুরুটা দুর্দান্তই করতে চান। সেটি হলে আরেকটা আবার মন খারাপ হবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। অবশ্য চট্টগ্রাম টেস্টে আফগানিস্তানের কাছে হারার পর টি২০তে জিম্বাবুয়ের বিপক্ষে হার খুব বড় ধাক্কা হয়ে আসবে না বাংলাদেশের ক্রিকেটে! ত্রিদেশীয় টি২০ সিরিজে এখন জিম্বাবুয়ের কাছে হারটাও আর ধাক্কা মনে হবে না সাকিবদের জন্য! টি২০তে বাংলাদেশের বিপক্ষে বেশ ভালো রেকর্ড জিম্বাবুয়ের। দুই দলের ৯ দেখায় বাংলাদেশ জিতেছে পাঁচবার, জিম্বাবুয়ে চারবার। সর্বশেষ বাংলাদেশে চার টি২০'র সিরিজ ড্র করে ফিরেছিল তারা। তবে আফগানদের বিপক্ষে মারকাটারি ক্রিকেটে এখনো সুবিধা করতে পারেনি নানান পালাবদলে বিপর্যস্ত মাসকাদজারা। রশিদ খানদের সঙ্গে সাতবারের দেখায় প্রতিটিতেই হেরেছে জিম্বাবুয়ে। ক্রিকেট বোর্ডের সংকট, প্রশাসনিক নানান জটিলতায় আছে জিম্বাবুয়ের ক্রিকেট। তবে মাসাকাদজা আপাতত এসব দিকে নজর দিতে চান না, 'অবশ্যই অনেক ঘটনা ঘটে গেছে। এটা পর্দার আড়ালের ঘটনা। কিন্তু দেখেন ক্রিকেটটাই আমাদের পেশা। মাঠে সেরা খেলাটিই আমাদের কাজ। আমার জেনে দরকার নেই ওখানে কি হয়েছে। আমাদের প্রধান কাজ ক্রিকেট খেলা। এবং সেটা ভেবেই শুক্রবার থেকে দেশের জন্য আমাদের কাজটি শুরু করতে চাইছি।'