শাহজাদপুরে ছাগল পালন করে অনেক পরিবার স্বাবলম্বী

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার অনেক পরিবারই ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছেন। উপজেলার অনেক অসহায় পরিবার ছাগল পালনের দিকে ঝুঁকছেন। কম খরচে অল্প সময়ে দ্রম্নত বেড়ে ওঠায় ছাগল পালন করছেন দরিদ্র অসহায় মানুষগুলো। তাদেরই একজন উপজেলার ইসলামপুর ডায়া গ্রামের রনজিদা ওরফে রুনজি বিবি (৬০)। স্বামী মারা গেছেন ১৫ বছর আগে। পেটের দায়ে অনেক কষ্টে একটি ছাগল কিনে পালন শুরু করেন। কয়েক বছরের ব্যবধানে রুনজি বিবি এখন ২০টি ছাগলের মালিক। বর্তমানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তিনি। উপজেলার গালা ইউনিয়নের গালা গ্রামের সুরতি বেগম জানান, দুই শতাংশ জমির ওপর বাড়ি ছাড়া কিছুই নেই তাদের। স্বামী মোকসেদ আলীর হাটে-বাজারে গামছা বিক্রির সামান্য রোজগারে ঠিকমতো সংসার চলতো না। অভাবের কারণে ছেলের লেখাপড়াও বন্ধ হয়ে যায়। নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছা থেকে সুরতী স্থানীয় একটি এনজিও থেকে ছাগল পালনের ওপর প্রশিক্ষণসহ ১০ হাজার টাকা ঋণ নেন। সেই টাকায় শুরু করেন ছাগল পালন। ছাগল বিক্রির টাকায় ছেলের লেখাপড়া ও সংসারের খরচের পাশাপাশি কিস্তি দিতে সমস্যা হয় না সুরতীর। ইসলামী ব্যাংক পলস্নী উন্নয়ন প্রকল্প শাহজাদপুরের প্রধান নুরুল ইসলাম জানান, রুনজিদা বিবি অন্য অসহায় নারীদের কাছে বর্তমানে অনুকরণীয়। তাদের প্রকল্প থেকে উপজেলার প্রায় শতাধিক নারীকে গরু ও ছাগল পালনে বিনিয়োগ দিয়েছেন। উপজেলার বিভিন্ন কেন্দ্রে তাদের সদস্যরা বিনিয়োগ নিয়ে ছাগল পালন, শাক-সবজি চাষ, আবার কেউ বা হাঁস-মুরগি পালন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।