রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিদল

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কক্সবাজার প্রতিনিধি মিয়ানমার থেকে সেখানকার সেনাবাহিনী ও আগ্রাসী বৌদ্ধদের হত্যা, নির্যাতন সইতে না পেরে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখতে কক্সবাজার এসেছে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিদল। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। বিমানবন্দর থেকে প্রতিনিধিদলটি সড়কপথে সরাসরি চলে যায় কুতুপালং ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে। এই প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার। অপরদিকে, বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেছে চীনের প্রতিনিধিদল। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সেখান থেকে ঘুমধুমের তুমব্রম্ন কোনারপাড়া সীমান্তে জিরো লাইনের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা। জিমিং ছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন আরও আট জন। পরে মূলত রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে রোহিঙ্গা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন লি জিমিং। এর আগে গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায়ও প্রতিনিধিদল পাঠায় চীন। পরবর্তীতে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে রাজি না হওয়ায় প্রত্যাবাসন প্রক্রিয়াটিও আটকে যায়। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের ৩০টি নিরাপত্তা চৌকিতে একযোগে হামলার ঘটনা ঘটে। পরে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর অমানুষিক অত্যাচার শুরু করলে প্রাণ বাঁচাতে তারা সীমান্ত দিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। পুরনোসহ উখিয়া-টেকনাফের ৩৪টি শিবিরে এখন ১২ লাখের কাছাকাছি রোহিঙ্গা অবস্থান করছে। তবে জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সংখ্যা ১১ লাখ ৮৫ হাজার ৫৫৭। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।