শোক সংবাদ

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
হেলালুদ্দিন আহমেদ ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ই্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌উনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সহযোগী ডীন ফারহানা হেলাল মেহতাবের বাবা হেলালুদ্দিন আহমেদ শনিবার বার্ধ্যক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিলস্নাহে----রাজেউন)। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৮০। রোববার বাদ আসর রাজধানীর মোহাম্মদপুরে তাজমহল রোডের মিনার মসজিদে নামাজে জানাজা শেষে তাজমহল রোডস্থ পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তার মৃতু্যতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য, উপ- উপাচার্য, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি বাদশা মিয়া ভোলার বোরহানউদ্দিন উপ?জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সদস্য (প্রস্তাবিত) মিলন মাহমুদের বাবা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাদশা মিয়া (৫৬) ক্যান্সারে আক্রান্ত হয়ে শনিবার রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ মাগরিব বোরহানউদ্দিন উপজেলা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা ও পৌর ছাত্রলীগ, স্থানীয় রিপোর্টার্স ইউনিটিসহ বহু সংগঠনের নেতারা। বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা