পাসের হার ৪৮ দশমিক ৩৭

বাউবির এইচএসসির ফল প্রকাশ

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০১৯ সালের এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার বাউবি'র এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ১ লাখ ৪৮ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে চূড়ান্ত পরীক্ষায় মোট ৭০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৩৪ হাজার ২৫১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার শতকরা ৪৮ দশমিক ৩৭ ভাগ। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৬৪০ জন 'এ' ৪ হাজার ২২৮ জন 'এ(-)' ১২ হাজার ২৭৯ জন 'বি', ১৪ হাজার ১৪১ জন 'সি' এবং ২ হাজার ৯৬৩ জন 'ডি' গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৪২৫ জন ছাত্র অর্থাৎ শতকরা ৪৫ দশমিক ৫৮ ভাগ এবং ১৬ হাজার ৮২৬ জন ছাত্রী অর্থাৎ শতকরা ৫১ দশমিক ৬৪ ভাগ। একই সঙ্গে ৭৭ হাজার ৮৪৯ জন প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের (এচঅ) নড়ঁ.ধপ.নফ এবং উবঃধরষ জবংঁষঃ- বীধস.নড়ঁ.বফঁ.নফ ঠিকানায় পাওয়া যাবে। এছাড়াও ঝগঝ এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য নড়ঁ<ংঢ়ধপব>ংঃঁফবহঃ ওউ (১১ফরমরঃং রিঃযড়ঁঃ ধহু ংঢ়ধপব, ভড়ৎ বীধসঢ়ষব ১৩০১১৮১০০০১) লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ ঝগঝ পাঠাতে হবে। বাউবি'র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (অতি:দায়িত্ব) ড. মহা:শফিকুল আলম রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।