দুর্গাপূজা সামনে রেখে ব্যস্ত মতলবের মৃৎশিল্পীরা

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
চাঁদপুরের মতলবে দুর্গাপূজা সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা -যাযাদি
মতলব (চাঁদপুর) সংবাদদাতা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মৃৎশিল্পীরা। মন্ডপগুলোতে মৃৎশিল্পীরা প্রতিমা নির্মাণে যেমন ব্যস্ত সময় পার করছেন, পাশাপাশি মন্ডপগুলোর আয়োজকরাও শুরু করেছেন মন্ডপ নির্মাণসহ নানা প্রস্তুতি। এদিকে শারদীয় দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার রাতে মতলব উত্তর থানার ওসি মিজানুর রহমান ও ওসি (তদন্ত) মোর্শেদুল আলম ভুইয়া উপজেলার ছেংগারচর পৌরসসভার বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি, ছেংগারচর বাজার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দিরের পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন। দুর্গাপূজার প্রস্তুতির বিষয়ে ছেংগারচর বাজার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দিরের পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস জানান, গতবছর লোহাগড়া পৌরসভার ২৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এ বছরও সমানসংখ্যক মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। কালাচাঁদ বিগ্রহ মন্দিরের প্রধান পুরোহিত নারায়ন চক্রবর্তী জানান, ২৮ সেপ্টেম্বর মহালয়ার অনুষ্ঠানের মাধ্যমে ধরাধামে দেবী দুর্গার আগমনী বার্তা বেজে উঠবে। ৪ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গোৎসব শুরু হয়ে ৮ অক্টোবর বিসর্জনের মাধ্যমে ৫ দিনব্যাপী এ উৎসব শেষ হবে। উপজেলার ছেংগারচর পৌরসভা, সাদুল্যাপুর, বাগানবাড়ি, দুর্গাপুর, সুলতানাবাদ, ইসলামাবাদ, গজরা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার মন্ডপ ঘুরে দেখা যায়, মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা নির্মাণ করছেন। অধিকাংশ মন্ডপে প্রতিমার মাটির কাজ শেষ করেছেন শিল্পীরা। পূজা শুরুর ১ সপ্তাহ আগে প্রতিমায় রং-তুলির আঁচড় দিবেন তারা। শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দিরের মৃৎশিল্পী সঞ্চয় পাল জানান, ব্যস্ততার কারণে এ বছর বেশি প্রতিমা নির্মাণ করছেন না। মতলব উত্তর থানার ওসি মিজানুর রহমান বলেন, পূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। স্বেচ্ছাসেবক নিয়োগ, মন্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন এবং হ্যান্ড মেটাল ডিটেক্টর ব্যবহারের জন্য পূজা উদ্যাপন কমিটির প্রতি তিনি অনুরোধ করে। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারও দেশব্যাপী শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে।