মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজি-দুর্নীতি: দায় কি শুধু ছাত্রলীগ-যুবলীগের?

পরিস্থিতি যে উদ্বেগজনক অবস্থায় এসেছে, সে জন্য আ'লীগের নেতৃত্বের ব্যর্থতা আছে কি না সে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা
যাযাদি রিপোর্ট
  ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

চাঁদাবাজির অভিযোগে ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বকে সরানোর পর এখন যুবলীগের কয়েকজন নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। বিশ্লেষকদের অনেকে বলেন, চাঁদাবাজি-দুর্নীতিসহ নানা অভিযোগ নিয়ে অনেক দেরিতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে সহযোগী সংগঠনগুলোর ব্যাপারে বিভিন্ন ব্যবস্থা নেয়া হচ্ছে।

আওয়ামী লীগ নেতারা বলেন, তাদের দলের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলে এবং সহযোগী সংগঠনগুলোতে জবাবদিহিতার জন্য কঠোর অবস্থান নিয়েছেন। তবে নানা অভিযোগ নিয়ে পরিস্থিতি যে উদ্বেগজনক অবস্থায় এসেছে, সে জন্য আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতা আছে কি না বা এর দায় কার ওপর বর্তায় এসব প্রশ্ন তোলেন বিশ্লেষকরা।

ছাত্রলীগ এবং যুবলীগের অনেক কর্মকান্ড বিভিন্ন সময় আওয়ামী লীগ বা সরকারকে বিব্রত করেছে। তবে এবার চরম বিপজ্জনক পরিস্থিতি হওয়ার কারণে প্রধানমন্ত্রী নিজে কঠোর অবস্থান নিয়েছেন বলে আওয়ামী লীগের নেতাদের অনেকে বলছেন।

দুর্নীতিবিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, চাঁদাবাজিসহ গুরুতর নানা অভিযোগে ব্যবস্থা নিতে অনেক বিলম্ব করা হলো।

তিনি বলেন, 'এত সময় লাগল কেন এ বিষয়টিকে চিহ্নিত করতে এবং এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে? আমি আশা করব, শুধু প্রধানমন্ত্রী একা নন। আওয়ামী লীগের নেতৃত্বে যারা আছেন তারা প্রত্যেকে এ কথাটা ভাববেন যে, এ পর্যন্ত কত ক্ষতি হয়েছে- সে ক্ষতির জন্য তারা একটু অনুতপ্ত বোধ করেন কি না?'

রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং গোলাম রাব্বানীকে ছাত্রলীগের পদ থেকে সরিয়ে দেয়ার পেছনে বড় অভিযোগ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে বড় অংকের চাঁদা দাবি করা।

যুবলীগের ঢাকার দুই নেতার বিরুদ্ধেও চাঁদাবাজিসহ নানা অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষোভের কথা তুলে ধরেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, এবার এসব অভিযোগ সরাসরি প্রধানমন্ত্রী পেয়েছেন এবং তিনি দলীয় ফোরামে ক্ষোভ প্রকাশের পর ব্যবস্থা নেয়ার প্রশ্ন এসেছে।

তবে বিশ্লেষকরা বলেন, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে নিয়ে বিভিন্ন সময়ই নানা অভিযোগ উঠেছে। কিন্তু সেগুলো নিয়ন্ত্রণের জন্য চেষ্টা সেভাবে দৃশ্যমান ছিল না বলে তাদের মনে হয়েছে। আর সে কারণে বিশ্লেষকরা মনে করেন, পরিস্থিতি খারাপ অবস্থায় পৌঁছার পেছনে আওয়ামী লীগ নেতৃত্ব ব্যর্থ হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, সবকিছু এককেন্দ্রিক হওয়ার কারণে পরিস্থিতি এমন হয়েছে।

'এটি তো একদিনে তৈরি হয়নি। প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, সেটাকে সাধুবাদ জানাই। তবে এমন পদক্ষেপ ১০ বছর আগে থেকে নেয়া হলে হয়তো এ পরিস্থিতি সৃষ্টি হতো না।'

তিনি বলেন, 'আমাদের সমস্যা হচ্ছে, এখন সবকিছু প্রধানমন্ত্রীকে দেখতে হয়। জবাবদিহির বিষয়টি প্রত্যেক পর্যায়ে থাকতে হবে। সেই পর্যায়গুলো অতিক্রম করে প্রধানমন্ত্রীর হাতেই যদি সব দায়িত্ব দেয়া হয়, এত কাজের ভেতর সবতো তার দেখা সম্ভব নয়।'

ইসলাম আরও বলেন, 'এগুলো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ করতে পারতেন; কিন্তু কেউ সে রকম হস্তক্ষেপ করতে সাহস পান না। সবার ধারণা, যদি এ কারণে বা কোনো কারণে প্রধানমন্ত্রী বিরাগভাজন হয়ে যান। এখন তো দেখা যাচ্ছে, কাজটি প্রধানমন্ত্রী করলেন। সেটি অনেক আগে আওয়ামী লীগের অন্য নেতারাও করতে পারতেন।'

তবে পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এবং দায়ভারের ইসু্যতে এসব বক্তব্য মানতে রাজি নন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

তিনি বলেন, 'ছাত্রলীগের অতীতে যে দু-একটি ছোটখাটো ঘটনা ঘটেছে সেগুলোর বেশির ভাগই ছিল তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ছোটখাটো মারামারির ঘটনা। সেগুলোকে শক্তভাবেই শাসন করা হতো। কিন্তু এ শিষ্টাচার বহির্ভূত এ ধরনের অভিযোগ আগে কখনো আসেনি এবং নানা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।'

তিনি বলেন, 'আওয়ামী লীগ অভিভাবক হিসেবে কখনোই ছাত্রলীগ বা যুবলীগের কোনো ধরনের অন্যায়ে সমর্থন করেনি। তারা শাসন করেছে। শাসনের মাত্রাটা হয়তো ভিন্ন ভিন্ন হতে পারে। আমরা কখনো অন্যায়কে প্রস্রয় দিইনি।'

আওয়ামী লীগের নেতারা মনে করেন, এখন কঠোর যেসব পদক্ষেপ নেয়া হচ্ছে সেগুলো নিয়ে সাময়িকভাবে সমালোচনা হলেও শেষ পর্যন্ত মানুষ ইতিবাচক হিসেবে নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<67737 and publish = 1 order by id desc limit 3' at line 1