শোক সংবাদ

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ইসরাফিল হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদার কুড়ুলগাছির মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার ইসরাফিল হোসেন (৬৫) ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ... রাজিউন)। শুক্রবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জানাজা শেষে দামুড়হুদার চন্ডিপুর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। তার মৃতু্যতে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টাগর, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মুনিব লিংকন, দামুড়হুদা উপজেলা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, দামুড়হুদা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আছের উদ্দীন প্রমুখ শোক জানিয়েছেন। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা সাহিদা বেগম দৈনিক যায়যায়দিন মাটিরাঙ্গা প্রতিনিধি এম দুলাল আহাম্মদের শাশুড়ি মোসাম্মৎ সাহিদা বেগম (৮২) শনিবার সকাল ৮টায়, চৌদ্দগ্রামের দেড়কোঠা থেকে হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ... রাজিউন)। তিনি ৬ ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চৌদ্দগ্রামের গোবিন্দপুর এলাকার পিত্রালয়ের গ্রামে তার মৃতদেহ কবরস্থানে দাফন করা হয়। তার মৃতু্যতে পরিবার ও আত্মীয়স্বজন গভীরভাবে শোকাহত। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসজনিত রোগে ভুগছিলেন। গুইমারা প্রেসক্লাব শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা রেনু বালা সাহা নওগাঁর সাপাহার উপজেলার সাহাপাড়া নিবাসী বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী ডা. অর্জুন সাহার মা রেনু বালা সাহা (৭৫) পরলোক গমন করেন। তিনি শুক্রবার রাত সাড়ে ৯টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। শনিবার সকাল ৯টায় তার শ্মশানযাত্রা এবং দুপুর ১টায় সাপাহার মহাশ্মশানে তার শেষকৃতানুষ্ঠান সুসম্পন্ন হয়। মৃতু্যর পর তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিভিন্ন মহলের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও গভীর শোক প্রকাশ করা হয়েছে। সাপাহার (নওগাঁ) সংবাদদাতা মো. হাসান কুফিয়া কিশোরগঞ্জের পশ্চিম বাজিতপুরের অধিবাসী ও প্রয়াত বিলস্নাল মিয়ার একমাত্র ছেলে হাসান কুফিয়া (৫০) ক্যান্সারে আক্রান্ত হয়ে শনিবার ভোর ৩টা ৫০ মিনিটে ঢাকা আহমেদিয়া মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ... রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। শনিবার ২টা ১৫ মিনিটে জানাজা শেষে পশ্চিম বাজিতপুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার চাচাত ভাই সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া শোক জ্ঞাপন করেন। বাজিতপুর সংবাদদাতা