রাজারহাটে ভূমিহীনদের মানববন্ধন

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ০০:০০

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কুড়িগ্রাম জেলা ও রাজারহাট উপজেলা শাখার যৌথ আয়োজনে ভূমিহীনদের পুনর্বাসন, মিল কারখানা তৈরি, খাসজমি উদ্ধার করে বন্টন করার দাবিতে ভূমিহীনরার্ যালি ও মানববন্ধন করেছে। বৃহস্পতিবার বিকালের্ যালি শেষে প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এর আগে ওইদিন সরকারি মীর ইসমাইল হোসেন কলেজসংলগ্ন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কুড়িগ্রাম জেলা ও রাজারহাট উপজেলা শাখা অফিস উদ্বোধন করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। এ সময় এক আলোচনা সভায় বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক ফিরোজ হামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইকবাল আমিন।