ফুলবাড়ীতে ২০ গ্রাম সমন্বয় কমিটির সমাবেশ

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ০০:০০

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্ত ২০ গ্রাম সমন্বয় কমিটির কাউন্সিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বড়পুকুরিয়া কয়লা খনির দক্ষিণ গেট সংলগ্ন মৌপুকুর এলাকায় এই কাউন্সিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ২০ গ্রাম সমন্বয় কমিটির আহ্বায়ক বেনজির আহম্মেদকে সভাপতি ও সদস্য সচিব হাজি আইনুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয় ২০ গ্রাম সমন্বয় কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মশিউর রহমান বুলবুল। ২০ গ্রাম সমন্বয় কমিটির কাউন্সিল ও সমাবেশে ফুলবাড়ী সরকারি কলেজের (অব.) উপাধ্যক্ষ ও কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত মহেষপুর গ্রাম কমিটির সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত গ্রাম কমিটির সভাপতি মতিয়ার রহমান, সমন্বয় কমিটির অন্যতম সদস্য মামুনুর রশিদ, ক্ষতিগ্রস্ত গ্রাম কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা নুরল হক প্রমুখ। সমাবেশ ও কাউন্সিলে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন উপস্থিত না থাকায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা মশিউর রহমান বুলবুল।