শোক সংবাদ

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সাংবাদিক দিল মনোয়ারা মনু আর নেই যাযাদি রিপোর্ট পাক্ষিক 'অনন্যা'র সাবেক নির্বাহী সম্পাদক অধিকার কর্মী দিল মনোয়ারা মনু আর নেই। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি জানান, রোববার রাত দেড়টার দিকে অসুস্থ হয়ে পড়লে দিল মনোয়ারা মনুকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৬৯ বছর বয়সী দিল মনোয়ারা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন বলে জানান রওশন জাহান মনি। এই সাংবাদিকের মৃতু্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জোহরের নামাজের পর লালমাটিয়ার বিবির মসজিদে দিল মনোয়ারার জানাজা হয়। পরে তাকে তার সংগঠন কচিকাঁচার মেলা প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় প্রেসক্লাবে। পরে জুরাইনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদের গণমাধ্যমবিষয়ক সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট দিল মনোয়ারা মনু ১৯৮৮ সালে থেকে দীর্ঘ ২৫ বছর পাক্ষিক অনন্যার নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন। ১৯৫০ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করা দিল মনোয়ারার সাংবাদিকতার শুরু ১৯৭৪ সালে, সুফিয়া কামাল ও নুরজাহান বেগম সম্পাদিত 'বেগম' পত্রিকার মাধ্যমে। দিল মনোয়ারা বিভিন্ন পত্রিকায় লিখতেন। নারী সাংবাদিক কেন্দ্রসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।