ঢাকায় এমপির জন্য বরাদ্দ উন্নয়নের ২০ কোটি টাকা কোথায় যায়, প্রশ্ন মেননের

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
রাজধানীর ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা স্মৃতি হলে শুক্রবার ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সম্মেলনে বক্তৃতা করেন দলের সভাপতি রাশেদ খান মেনন -যাযাদি
ঢাকার সংসদ সদস্যদের জন্য উন্নয়ন খাতে বরাদ্দ ২০ কোটি টাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ১৪ দলীয় জোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, 'সংসদ সদস্যদের (এমপি) জন্য নির্ধারিত উন্নয়নের ২০ কোটি টাকায় ডিসিসির রাস্তাঘাট নির্মাণ, মেরামত করার কথা থাকলেও তার কোনো হদিস নেই। এই টাকা কোথায় যায়?' শুক্রবার বিকেলে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা স্মৃতি হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মেনন অভিযোগ করেন, 'মশার ওষুধ কেনায় ডিসিসির দুর্নীতি মানুষের মৃতু্যর কারণ হলেও, ডেঙ্গুর প্রকোপ নিয়ে মশকরা পর্যন্ত করা হয়েছে। ২০ ভাগ নিয়ে যে ঠিকাদারদের কাজ দেওয়া হয়েছে, তারা ওই কাজ ফেলে রেখে স্থানীয় মানুষের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। নতুন তৈরি করা ড্রেনগুলো দিয়ে পানি না নামায় অল্প বৃষ্টিতেই পানি জমে যায়।' ক্ষমতাসীন জোটের এই প্রভাবশালী নেতা অভিযোগ করেন, 'ডিসিসি বিভিন্ন প্রকল্পের জন্য যে টাকা পেয়েছে, তা দিয়ে ঝকঝকে ঢাকা তৈরি করা যেত। মানুষকে ময়লা-আবর্জনা ও ড্রেনের পচা পানি দিয়ে যাতায়াত করতে হতো না।' ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি কমরেড আবুল হোসাইন সম্মেলনে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে পার্টির পলিটবু্যরোর সদস্য কামরুল আহসান মহানগরের শ্রমজীবী মানুষদের সংগঠিত করার আহ্বান জানান। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদকে অমানবিক বলে অভিহিত করেন। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়।