শোক সংবাদ

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রেজাউল করিম বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য, শিবচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ রেজাউল করিম তালুকদার (৬৯) শুক্রবার ভোর ৫টায় ঢাকাস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকালে ঢাকাস্থ ২৩, বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। রোববার বেলা ১১টায় শিবচর হাতির বাগান মাঠে দ্বিতীয় জানাজা শেষে দ্বিতীয়াখন্ড ইউনিয়নে মরহুমের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হবে। আলহাজ রেজাউল করিম তালুকদারের মৃতু্যতে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা গভীর শোক প্রকাশ করেন। স্টাফ রিপোর্টার, মাদারীপুর। জিয়া উদ্দিন আহম্মেদ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বালিগাঁও মিয়া বাড়ির সন্তান ও মুক্তিযোদ্ধা সাবেক আ. জি. আর. মো. জিয়া উদ্দিন আহম্মেদ (৬৮) বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। শুক্রবার বিকাল ৩টায় জানাজায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন, কিশোরগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ সদর আসনের সংসদ সদস্য জাকিয়া নূর লিপি, হিলচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম অংশগ্রহণ করেন। পরে বালিগাঁও কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়। বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা। বিকাশ চন্দ্র ঢালী ও রাবেয়া আফরোজ ভোলার দৌলতখান সরকারি আবু আবদুলস্না কলেজের শিক্ষক-শিক্ষিকার বৃহস্পতিবার মৃতু্য হয়েছে। দর্শন বিভাগের প্রভাষক বিকাশ চন্দ্র ঢালী (৫৯) ভারতের ভ্যালেরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর দিকে রসায়ন বিভাগের প্রভাষক রাবেয়া আফরোজ ভারতের ভ্যালেরের হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি আসার পর মৃতু্যবরণ করেন (ইন্নালিলস্নাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুই শিক্ষক-শিক্ষিকাই দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। বিকাশ চন্দ্র ঢালীর গ্রামের বাড়ি খুলনার বটিয়া-ঘাটা উপজেলার হেতালবুনিয়ায়। অপরজন রাবেয়া আফরোজ ভোলার লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ডে বাসিন্দা। শিক্ষক-শিক্ষিকার মৃতু্যতে দৌলতখান সরকারি আবু আবদুলস্না কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে শোকের ছাঁয়া নেমে এসেছে। দৌলতখান (ভোলা) সংবাদদাতা মো. ওমর ফারুক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা যুবলীগের সদস্য মো. ওমর ফারুক (৩৮) শুক্রবার ভোর পৌনে ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে পৌর শহরের তারাগন এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ভাই-বোন রেখে গেছেন। শুক্রবার বাদজুম্মা তারাগন পশ্চিমপাড়া মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃতু্যতে আইনমন্ত্রী অ্যাড আনিসুল হক, উপজেলা উপজেলা পরিষদ চেয়রম্যান মো. আবুল কাশেম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা