ঘরে বাবা-মেয়ের লাশ, সন্দেহে গৃহকর্ত্রী

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
চট্টগ্রামের বন্দর থানার নিমতলায় আবদুল কুদ্দুস সেরাংয়ের বাড়ির নিচতলা থেকে শনিবার আবু তাহের ও তার চার বছরের মেয়ে ফাতেমার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ -যাযাদি
চট্টগ্রামে নিজেদের ঘরের মধ্যে বাবা ও তার শিশু মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় ওই বাসার গৃহকর্ত্রীকে সন্দেহ করছে পুলিশ। তার 'পরকীয়া' সম্পর্কের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করছেন কর্মকর্তারা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বন্দর থানার নিমতলা আবদুল কুদ্দুস সেরাংয়ের বাড়ির একটি চারতলা ভবনের নিচতলার ঘর থেকে আবু তাহের (৩৫) ও তার চার বছর বয়সী মেয়ে বিবি ফাতেমার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকান্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাহেরের স্ত্রী হাসিনা বেগমসহ (২৮) চারজনকে আটক করা হয়েছে বলে বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন। হত্যাকান্ডের সময় হাসিনা বেগম ঘরেই ছিলেন বলে প্রাথমিকভাবে 'নিশ্চিত হওয়ার' কথা জানিয়েছেন তিনি। ওসি সুকান্ত বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিজ বাসার খাটের উপর থেকে শিশুকন্যার এবং মেঝে থেকে তাহেরের লাশ উদ্ধার করা হয়। দুইজনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে নিহতের স্ত্রী হাসিনা, তার বোন, বোনের স্বামী এবং ওই এলাকার পাহারাদারকে আটক করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেন, 'নিহত আবু তাহেরের স্ত্রীর আগে বিয়ে হয়েছিল। তাহেরও আগে বিবাহিত ছিলেন বলে জানা গেছে। হাসিনা বেগমের সঙ্গে বাইরের এক লোকের পরকীয়ার সম্পর্ক ছিল। পরকীয়ার জেরে স্ত্রী হাসিনা বেগম ওই ব্যক্তির সহযোগিতায় এ হত্যাকান্ড ঘটিয়েছে কিনা- তা আমরা খতিয়ে দেখছি।' এ প্রসঙ্গে ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, তদন্তে 'পরকীয়ার' বিষয়টি তাদের মাথায় আছে। খুব দ্রম্নত সময়ের মধ্যে খুনিদের ধরা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাহের পেশায় দিনমজুর। তিনি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার খলিল মাঝি বাড়ির মৃত মোস্তফার ছেলে। হাসিনা বেগম নগরীর নিমতলা এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে 'ঝিয়ের' কাজ করতেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করার প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।